মজিলায় অন্তর্বর্তী সিইও ক্রিস বিয়ার্ড

মজিলা কর্পোরেশনের সিইও ব্রেনডান ইচের অব্যাহতির পর এবার অন্তর্বর্তী সিইও হিসেবে যোগ দিলেন ক্রিস বিয়ার্ড।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 01:25 PM
Updated : 16 April 2014, 01:25 PM

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, ২৪ মার্চ মজিলা কর্পোরেশনে চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে যোগ দেওয়ার পর ১১ দিনের মাথায় এক রকম বাধ্য হয়েই অব্যাহতি নেন ইচ।

সমলিঙ্গ বিয়ে নিয়ে অতিমাত্রায় সমালোচনা ছাড়াও এ ধরনের প্রথা বাতিলের জন্য ২০০৮ সালে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে এক হাজার ডলার অর্থ সহায়তা দেন ইচ। এ তথ্য জানাজানি হলে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়। ফলে অব্যাহতি দেওয়া হয় এ মজিলা বসকে।

ইচের আরেকটি পরিচয় হচ্ছে তিনি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উদ্ভাবক।

এখন তার জায়গায় বসবেন এক দশক আগে মজিলায় যোগ দেওয়া কানাডিয়ান বিজনেস লিডার ক্রিস বিয়ার্ড। তিনি ছিলেন মজিলার চিফ মার্কেটিং অফিসার (সিএমও)। তার সম্পর্কে মজিলার চেয়ারপার্সন মিশেল বেকার এক ব্লগপোস্টে জানান, মজিলার বিভিন্ন উদ্ভাবনী কাজে বিয়ার্ড এক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার লক্ষ্য হচ্ছে মজিলাকে সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা সৃষ্টি করা।

তবে, মজিলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আপাতত অস্থায়ীভাবে সিইওর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

এদিকে মজিলা কর্পোরেশনের এক মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, “কর্পোরেট নৈতিকতার জন্য আমরা গর্বিত”।