প্রথমদিনে এস৪-এর দ্বিগুণ বিক্রি এস৫

মুক্তির প্রথম দিনে গ্যালাক্সি এস৪ বিক্রির রেকর্ড ভেঙ্গে দিয়েছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৫।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 11:41 AM
Updated : 16 April 2014, 12:44 PM

বিশ্ববাজারে স্মার্টফোনটির অভিষেক হয় ১১ এপ্রিল। জিডিনেট কোরিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই গ্যালাক্সি এস৪-এর তুলনায় দ্বিগুণ সংখ্যক গ্যালাক্সি এস৫ বিক্রি হয়েছে অনেক জায়গাতেই। এমনকি স্মার্টফোনটির স্টক খালি হয়ে গেছে অনেক বাজারে।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম দিন হিসেবে গ্যালাক্সি এস৪-এর তুলনায় গড়ে ৩০ শতাংশ বেশি গ্যালাক্সি এস৫ বিক্রি হয়েছে বিশ্বব্যাপী। এক সঙ্গে ১৫০টি দেশের বাজারে বিক্রি শুরু হয়েছিল গ্যালাক্সি এস৫।

স্যামসাং থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে ২০১৩ সালে বাজারে আসার পর প্রথম এক মাসে বিশ্বব্যাপী ১ কোটি গ্যালাক্সি এস৪ স্মার্টফোন বিক্রি হয়েছিল। গ্যালাক্সি সিরিজের আগের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৩ ওই একই মাইলফলক ছুঁয়েছিল প্রথম ৫০ দিনেই। তাই গ্যালাক্সি এস৫-এর ক্ষেত্রেও ওই ধারা অব্যাহত থাকবে ধরে নেওয়াটাই হবে স্বাভাবিক।

৫.১ ইঞ্চি স্ক্রিনের গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটিতে আছে ২.৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর। স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে। আরও আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হার্ট-রেট সেন্সর, ব্যাটারি সেভিং মোডের মতো অভিনব ফিচার।