বিশ্ববাজারে স্যামসাং গ্যালাক্সি এস৫

অবশেষে বিশ্ববাজারে অভিষেক হল দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৫-এর। একসঙ্গে বিশ্বের ১২৫টি দেশে বিক্রি শুরু হল স্মার্টফোনটির। জিএস৫-এর সঙ্গে একই সঙ্গে বাজারে এসেছে স্যামসাংয়ের ‘ফিটনেস ডিভাইস ট্রিও’- গিয়ার ২, গিয়ার ২ নিও এবং গিয়ার ফিট।

আব্দুল্লাহ জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2014, 11:43 AM
Updated : 11 April 2014, 11:43 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৫.১ ইঞ্চি ডিসপ্লের জিএস৫-এ আছে ২.৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৬/৩২ জিবি ইন্টারনাল মেমোরি এবং ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। পানি ও ধুলোনিরোধক স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হার্ট-রেট মনিটর।

অন্যদিকে গিয়ার ২ এবং গিয়ার ২ নিও হচ্ছে স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচ। স্মার্টওয়াচ দুটির মূল পার্থক্য হল, গিয়ার ২-এ ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ধাতব কেসিং থাকলেও, গিয়ার ২ নিও-র কেসিংটি প্লাস্টিকের, নেই ক্যামেরাও।

অন্যদিকে গিয়ার ফিট হল পরিধানযোগ্য ফিটনেস ডিভাইস। এতে আছে ১.৮৫ ইঞ্চর সুপার অ্যামোলেড টাচস্ক্রিন। তিনটি ডিভাইসই পানিনিরোধক। হার্ট-রেট মনিটর আছে সবগুলো ডিভাইসেই।