নিখোঁজ ফ্লাইটের লিংক ক্লিকে সাবধান

মালয়শিয়ার এমএইচ৩৭০ নিখোঁজ প্লেনের খবরটি নিজেদের প্রয়োজনে ব্যবহার করছেন সাইবার অপরাধীরা। ঘটনাটির রহস্যময়তাকে কাজে লাগিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে ম্যালওয়্যার।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2014, 11:49 AM
Updated : 9 April 2014, 11:49 AM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, সামাজিক মাধ্যম ফেইসবুক, মাইক্রোব্লগিং সাইট টুইটার, অনলাইন ভিডিও স্ট্রিম সাইট ইউটিউবের মতো সাইটগুলোকে এ ধরণের কাজের প্রচারণার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন সাইবার অপরাধীরা।

এসব ক্ষেত্রে দেখা গেছে, ফেইসবুকের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে ভুল তথ্যসমৃদ্ধ নানা ভিডিও ‘এক্সক্লুসিভ’ দাবি করে পোস্ট করা হচ্ছে। ভিডিওগুলো দেখতে চাইলে ডায়ালগ বক্সের মাধ্যমে ভিডিও প্লেয়ার আপডেট করা প্রয়োজন জানিয়ে আপডেটের লিংক দিয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে ম্যালওয়্যার। এছাড়াও অনেক ভিডিও দর্শককে শেয়ার করার অনুরোধ জানানো হয়। সেটি শেয়ার করলে সহজেই সাইবার অপরাধীরা পেয়ে যায় শেয়ারকারীর বন্ধু তালিকা। আবার জরিপের কথা বলেও  হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য।

তবে এবারই প্রথম নয়, সাইবার অপরাধীরা আগেও স্ক্যামের জন্য বিভিন্ন সংবাদ কন্টেন্ট ব্যবহার করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।