দেশের মোবাইল বাজারে ফিরল অ্যালকাটেল

বাংলাদেশে দীর্ঘবিরতির পর আবারও এসেছে ফ্রান্সের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যালকাটেল’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2014, 09:28 AM
Updated : 9 April 2014, 09:28 AM

৮ এপ্রিল ২০১৪ মঙ্গলবার দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই মোবাইল ব্র্যান্ড।

বাংলাদেশে অ্যালকাটেলের বিপণনকারী ‘ইরাসেল লিমিটেড’ ইতোমধ্যে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে ‘ওয়ানটাচ কেয়ার’ নামে সার্ভিস সেন্টার এবং যমুনা ফিউচার পার্কের ৫ম তলায় ‘অ্যালকাটেল ওয়ানটাচ’ স্টোর চালু করেছে বলে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, গেল বছর তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন সার্ভিস চালু হওয়ার পরপরই ‘অ্যালকাটেল ওয়ানটাচ’ তাদের বিশ্বব্যাপী জনপ্রিয় ফোনগুলো এ দেশে বাজারজাত করতে শুরু করে।

দেশের বাজারে ইতোমধ্যেই অ্যালকাটেল ওয়ানটাচ ১৩টি মডেলের ফোন বাজারে এনেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি স্মার্টফোন শীঘ্রই বিশ্ববাজারে অবমুক্ত হওয়ার দিন থেকেই বাংলাদেশেও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টিসিএল কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার এলবার্ট ওং বলেন, “এখানে আমরা স্মার্টফোন, ফিচার ফোন এবং বেসিক ফোনসহ এসব ফোনের প্রিমিয়াম সব এক্সেসরিজ এনেছি, যা আমাদের গ্রাহকদের চাহিদা মেটাতে সম্পূর্ণভাবে সক্ষম হবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।”