এসেছে টাইপ থ্রি স্ট্যান্ডার্ড ইউএসবি

ডেটা ট্রান্সফারে ব্যবহৃত ইউএসবি কেবলের পরিবর্তন আসতে সম্ভবত আর বেশি দেরি নেই। ১৯৯০ সালে প্রথম ব্যবহৃত হওয়া ইউএসবি পোর্টের আকার ও আকৃতির পরিবর্তন নিয়ে ধারণা প্রকাশ করেছে বিবিসি।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2014, 12:17 PM
Updated : 4 April 2014, 12:17 PM

জুলাই নাগাদ নতুন ইউএসবি পোর্টের ডিজাইন চূড়ান্ত হতে পারে। এতে একই ইউএসবি কেবলের মাধ্যমে সহজে ইলেক্ট্রনিক্স ডিভাইস কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা যাবে।

কম্পিউটারের সঙ্গে ক্যামেরা কিংবা স্মার্টফোন যুক্ত করতে গিয়ে পোর্টের পজিশন নিয়ে বাড়তি বিড়ম্বনাও কমবে বলে জানিয়েছেন নির্মাতারা। নতুন ইউএসবি কেবলের দুপ্রান্তের সংযোগমুখ থাকবে একই ধরনের। যেমনটি রয়েছে টেক জায়ান্ট অ্যাপলের লাইটিং কেবলে।

নতুন ইউএসবি কেবলকে বলা হচ্ছে টাইপ থ্রি স্ট্যান্ডার্ড ইউএসবি সিস্টেম। এটি ব্যবহার করে সেকেন্ডে ১০ গিগাবিট পর্যন্ত গতিতে ডেটা আদান-প্রদান করা যাবে, যা বর্তমানে ব্যবহৃত ইউএসবি কেবলের ক্ষমতার দ্বিগুণ।