ক্যামেরাবন্দি চোখধাঁ‍ধানো সুপারনোভা

সম্প্রতি চিলির আটাকামা মরুভূমি থেকে টেলিস্কোপের মাধ্যমে সুপারনোভার ছবি তোলা হয়েছে। ছবিগুলোতে সুপারনোভার মধ্যভাগে অত্যধিক মাত্রার রক্তিম ধূলিকণা দেখা গেছে। আর সুপারনোভার বাইরের অংশে বৃত্তাকারে দেখা গেছে নীল রংয়ের শকওয়েভ।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2014, 11:08 AM
Updated : 9 Jan 2014, 11:08 AM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সুপারনোভার ‘আকর্ষণীয়’ এ ছবিগুলো তোলা হয়েছে আলমা টেলিস্কোপের মাধ্যমে।

এ ছবিগুলোর মাধ্যমেই প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা ছায়াপথ জন্মমুহূর্তে ধূলিকণার সৃষ্টি দেখলেন।

সুপারনোভার এ ছবিগুলো আমেরিকান অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির ২২৩তম মিটিংয়ে দেখানো হয়েছে এবং এগুলো অ্যাস্ট্রফিসিকাল জার্নাল লেটার্সে প্রকাশিত হবে।

• সুপারনোভার ছবিগুলোর প্রসঙ্গে ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রনমি অবসারভেটরির জ্যোতির্বিজ্ঞানী রেমি ইন্ডেবেটো জানিয়েছেন, সুপারনোভার পরে সেখানে প্রচুর ধূলিকণা ছিল এবং তারা বুঝতে পারছিলেন না ধূলিকণাগুলো কোথা থেকে আসছে। সে জন্য তারা সর্বাধুনিক প্রযুক্তির আলমা টেলিস্কোপ ব্যবহার করেন এবং বুঝার চেষ্টা করেন মহাবিশ্বের শুরুতে ধূলিকণাগুলো ঠিক কেমন ছিল। তবে পরিপূর্ণ সুপারনোভা ছবির জন্য আলমা টেলিস্কোপের মাধ্যমে সংগৃহিত ডেটাগুলো নাসার হাবল এবং চন্দ্রা টেলিস্কোপের সঙ্গে মেলানো হয়েছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।