গুগল সার্চে বছরের আলোচিত ১০ গ্যাজেট

প্রযুক্তির সর্বশেষ খবর জানতে বিশ্বজুড়ে পাঠকদের চোখ ছিল ইন্টারনেটে।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2013, 10:57 AM
Updated : 26 Dec 2013, 09:00 AM

নতুন কোনো পণ্য বা সেবার গুজব ছড়ালে তা-ও ছিল সবচেয়ে বেশিবার পড়া সংবাদের তালিকায়। বিগত বছরে ইন্টারনেটে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া গ্যাজেটগুলোর তালিকা প্রকাশ করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল।

টাইম ম্যাগাজিনে প্রকাশিত গুগলের সার্চ তালিকার শীর্ষ ১০-এ রয়েছে, সনি, স্যামসাং, এইচটিসি, অ্যাপল ও গুগলের সর্বমোট ১০টি প্রযুক্তিপণ্য।

১. প্লেস্টেশন ফোর

তালিকার শীর্ষে অবস্থান করছে ইলক্ট্রনিক্স পণ্য নির্মাতা সনির তৈরি গেইমিং কনসোল প্লেস্টেশন ফোর(পিএসফোর)। নভেম্বরে পিএসফোর এর নতুন ভার্সন রিলিজ হওয়ার প্রথম দিনেই ১০ লাখের বেশি ডিভাইস বিক্রি হয়ে যায়।

 

২. গ্যালাক্সি এসফোর

দ্বিতীয় অবস্থানে রয়েছে কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং এর তৈরি সর্বশেষ গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন গ্যালাক্সি এসফোর। এপ্রিলে পাঁ‍চ ইঞ্চি পর্দার স্মার্টফোনটি বাজারে ছাড়ে স্যামসাং। গরিলা গ্লাস স্কিনের ডিভাইসটি একমাসের কম সময়ে এক কোটি বিক্রি ছাড়িয়ে যায়।

 

৩. আইফোন ফাইভ এস

২০১৩ সালে অ্যাপল একই সঙ্গে দুটি ভিন্ন মডেলের স্মার্টফোন বাজারে আনে। এর মধ্যে ‘সস্তা’ আইফোনও রয়েছে বলে খবরে জানা যায়। ওই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। অবশেষে প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে আত্মপ্রকাশ করে আইফোন ফাইভ এস ও আইফোন ফাইভ সি।

 

৪. আইফোন ফাইভ সি

প্লাস্টিকের কেসিং ব্যবহার করায় আইফোন ফাইভ সিকে কমদামের আইফোন বলে পরিচয় করিয়ে দেয় অ্যাপল। আর তাই আইফোন ফাইভ সি নিয়ে পাঠকদের আগ্রহ ছিল লক্ষ্যণীয়, যদিও পরবর্তীতে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, অ্যাপলের সস্তা আইফোনটিও অনেক দামী!

 

৫. আইপ্যাড এয়ার

২০১৩ সালের শেষ প্রান্তিকে ৯.৭ ইঞ্চি পর্দার আইপ্যাড এয়ার আনে অ্যাপল। ৫ম প্রজন্মের এ ট্যাবলেট কম্পিউটারের পুরুত্ব ০.৩ ইঞ্চি, ওজন ৪৬৯ গ্রাম। ডিভাইসটিতে এসেভেন চিপ ব্যবহৃত হওয়ায় শক্তিশালী ডেস্কটপ কম্পিউটারের মতো কাজ করা যাবে বলে জানিয়েছে অ্যাপল।

 

৬. আইপ্যাড মিনি

রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড মিনি নিয়ে বছর জুড়ে ছিল নানা আলোচনা-সমালোচনা। উজ্জ্বল পর্দার এ ডিভাইসটি গুগলের নেক্সাস সেভেন ডিভাইসের প্রতিদ্বন্দ্বী বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। রেটিনা ডিসপ্লের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও নেক্সাস সেভেনের চেয়ে ডিভাইসটি বেশি উজ্জ্বল বলে দাবি করছেন বাজার বিশ্লেষকরা।

 

৭. এইচটিসি ওয়ান

তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির তৈরি এইচটিসি ওয়ান ছিল বছরের আলোচিত গ্যাজেটগুলোর তালিকায় ৭ম অবস্থানে। এ বছর এইচটিসি স্বর্ণদিয়ে তৈরি বিশেষ ফিচারযুক্ত স্মার্টফোন তৈরি করে। নতুন ভার্সনের এইচটিসি ওয়ান ছাড়াও এইচটিসি ফোনের গুগল সংস্করণ ছিল বিশেষ আকর্ষণ। এইচটিসি ওয়ান ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের স্মার্টফোনও বাজারজাত করছে।

 

৮. ক্রোমক্যাস্ট

অনলাইনে হাই ডেফিনেশন ভিডিও দেখার জন্য গুগল এনেছে অভিনব ইউএসবি ডিভাইস ক্রোমক্যাস্ট। ২০১৩ সালের জুলাইতে ২.৮ ইঞ্চি সাইজের এ ডিভাইসটি ৩৫ ডলারে বাজারে ছাড়া হয়। ইউএসবি পোর্টে ডিভাইসটিতে হাই ডেফিনেশন ভিডিও, মিউজিক সার্ভিস ছাড়াও আরও কিছু সেবা রয়েছে।

৯. নেক্সাস ফাইভ

গুগলের সাড়া জাগানো স্মার্টফোন নেক্সাস ফাইভ বাজারে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে স্টকে থাকা সবগুলো ডিভাইস বিক্রি হয়ে যায়। ৫ ইঞ্চি পর্দার স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চলে। এ ডিভাইসটিতে ফুল এইচডি ডিসপ্লে, ৪জি/এলটিই এবং ডুয়াল ওয়াইফাই রয়েছে। স্ন্যাপড্রাগন প্রসেসর ছাড়াও নেক্সাস ফাইভে রয়েছে ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা।

 

শিল্পীর চোখে আইফোন ৬-এর সম্ভাব্য চেহারা

১০. আইফোন সিক্স

আইফোন সিক্স বাজারে আসার আগেই এ নিয়ে সংবাদমাধ্যমগুলোতে বিরাজ করছে সরগরম অবস্থা। অ্যাপল যেহেতু কোনো পণ্য বাজারে ছাড়ার আগে আগাম তথ্য প্রকাশ করে না, তাই প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ এদিকে একটু বেশিই থাকে। ২০১৪ সালে অ্যাপল আইফোনের পরবর্তী ভার্সন আইফোন ৬ বাজারে ছাড়তে পারে বলে গুজব রয়েছে। ধারণা করা হচেছ, আইফোন ৬-এ বাকানো পর্দার স্ক্রিন ব্যবহৃত হতে পারে। কবে নাগাদ ডিভাইসটি বাজারে আসতে পারে সে তারিখটি এখনো অজানা থাকলেও ইতোমধ্যে সর্বোচ্চ সার্চের তালিকায় ১০ নম্বরে জায়গা করে নিয়েছে অ্যাপলের আইফোন ৬।