অ্যান্ড্রয়েড ও আইওএসে রিমোট ডেস্কটপ

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডেস্কটপের সঙ্গে মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত স্মার্টফোনের সংযোগ ঘটাতে রিমোট ডেস্কটপ অ্যাপের নতুন ভার্সন বানিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। অ্যাপটি ব্যবহার করে দূর থেকেও কম্পিউটার চালানো যাবে।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2013, 02:32 AM
Updated : 26 Oct 2013, 02:32 AM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, অ্যাপটি গুগল প্লে ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য আলাদা অ্যাপ বানিয়েছে মাইক্রোসফট। অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ও আইওএস ডিভাইসের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে।

অ্যাপটির মাধ্যমে তথ্য আদানপ্রদানকে নিরাপদ বলেই জানানো হয়েছে। এতে দূর থেকেও ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে হাই কোয়ালিটি ভিডিও ও মিউজিক শোনার ব্যবস্থা আছে। আইওএস ভার্সনের মাধ্যমে বড় পর্দায় দেখানো যাবে উইন্ডোজ পিসির ছবি ও বিভিন্ন ফাইল।

এখনও আনুষ্ঠানিকভাবে অ্যাপটি নিয়ে প্রচারণা শুরু করেনি মাইক্রোসফট।