‘অদৃশ্য’ টাওয়ার বানাবে দক্ষিণ কোরিয়া

বিশ্বের প্রথম অদৃশ্য আকাশচুম্বী টাওয়ার তৈরির পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির রাজধানী সিউলে এ টাওয়ারটি নির্মাণ করা হবে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অদৃশ্য এ টাওয়ারটির নাম দেওয়া হয়েছে টাওয়ার ইনফিনিটি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2013, 10:33 AM
Updated : 19 Sept 2013, 10:33 AM

টাওয়ার ইনফিনিটির প্রকৌশলীরা এটি নির্মাণের জন্য সরকারের অনুমতি পেয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। প্রায় ১ হাজার ৪৭৬ ফুট উচু এ টাওয়ারটি এমন প্রযুক্তিতে তৈরি করা হবে, যাতে করে এটি সহজে মানুষের চোখে ধরা না পড়ে।

টাওয়ারটির সামনে একটি এলইডি প্রজেক্টর থাকবে এবং পেছনে থাকবে ক্যামেরা। টাওয়ারটির পেছনের ক্যামেরার সাহায্যে দৃশ্য এর সামনের এলইডি প্রজেক্টরে দেখানো হবে। ফলে দর্শকদের চোখে স্থাপনাটি সহজে ধরা পড়বে না।

প্রধানত বিনোদনের জন্যই তৈরি করা হবে টাওয়ারটি। তৈরি করবেন যুক্তরাষ্ট্রভিত্তিক জিডিএস প্রকৌশলীরা। স্বচ্ছ কাচ দিয়ে তৈরি হবে সম্পূর্ণ টাওয়ারটি। প্রজেক্টর বন্ধ করে দিলে দর্শনার্থীরা টাওয়ারের প্রতিটি স্তর দেখতে পারবেন।

তবে কবে নাগাদ টাওয়ার ইনফিনিটির নির্মাণকাজ শেষ হবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।