রেড হেরিং ১০০ তালিকায় ন্যাসেনিয়া

আন্তর্জাতিক মিডিয়া প্রতিষ্ঠান রেড হেরিংয়ের দৃষ্টিতে এশিয়ার শীর্ষ ১০০ সফটওয়্যার প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিল দেশি প্রতিষ্ঠান ন্যাসেনিয়া। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি হংকংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ১০০ নেতৃস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানকে এই সম্মান দেয় রেড হেরিং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2013, 12:37 PM
Updated : 12 Sept 2013, 12:37 PM

প্রতিবছর রেড হেরিং এশিয়ার শীর্ষ ১০০ উদীয়মান প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয়। আর্থিক কর্মক্ষমতা, প্রযুক্তি উদ্ভাবন, ব্যবস্থাপনা, কৌশল ইত্যাদির দিক থেকে গুণগত ও পরিমাণগত মূল্যায়ন করে এই প্রতিষ্ঠানগুলোকে বাছাই করা হয়।

ন্যাসেনিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা শায়ের হাসান বলেন, “শুধু ন্যাসেনিয়া নয়, এমন একটি প্রতিযোগিতায় বিজয়ী হওয়া বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।”

ন্যাসেনিয়া লিমিটেড দেশি ও বিদেশি বিভিন্ন কোম্পানির জন্য ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে। ন্যাসেনিয়া এর আগে মাইক্রোসফট এবং গ্রামীণফোন আয়োজিত ‘আলো আসবেই’ এবং ‘ই-এশিয়া’ পুরস্কার জেতে।