সাই-ফাই শর্ট ফিল্ম বানাবেন রিডলি স্কট

এবার সায়েন্স ফিকশন শর্ট ফিল্ম বানাবেন কিংডম অফ হেভন এবং গ্ল্যাডিয়েটর খ্যাত ব্রিটিশ পরিচালক/প্রযোজক রিডলি স্কট। প্রযুক্তি এবং সোশ্যাল নেটওয়ার্কভিত্তিক সংবাদমাধ্যম ম্যাশএবল জানিয়েছে, শর্ট ফিল্ম বা স্বল্প দৈর্ঘ্যরে চলচ্চিত্র বানাতে ভিডিও এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক মেশিনিমার সঙ্গে কাজ করবেন স্কট।

আব্দুল্লাহ জায়েদ প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2013, 01:44 PM
Updated : 12 March 2013, 01:46 PM

১২টি শর্টফিল্ম বানানো হবে স্কট এবং মেশিনিমার যৌথ উদ্যোগে, যেগুলোর প্রযোজক হিসেবে থাকবেন স্কট। পরিচালনার দায়িত্বে থাকবেন স্কটের প্রযোজনা প্রতিষ্ঠান আরএসএ-এর পরিচালকরা। সম্ভাব্য পরিচালকদের তালিকায় আছেন মার্টিন স্করসেসে, স্যাম মেন্ডেজ এবং ক্যাথেরিন বিগেলোর মতো অস্কারজয়ী পরিচালক।

১২টি সাই-ফাই শর্ট ফিল্মের মধ্যে থেকে অন্তত কয়েকটি নতুন সাই-ফাই ফ্রাঞ্চাইজের সূত্রপাত হবে এমন ভাবনা নিয়েই কাজ করছে আরএসএ এবং মেশিনিমা।

এদিকে মূলত গেইমারদের নিয়েই কাজ করে মেশিনিমা। ইউটিউবের শীর্ষস্থানীয় এন্টারটেইনমেন্ট চ্যানেলটিও মেশিনিমার, যার ‘ইউনিক ভিউয়ার’-এর সংখ্যা ছাড়িয়ে গেছে ২১ কোটিরও বেশি।