দক্ষিণ মেরুর ওই ‘ব্যাকটেরিয়া’ আসলে দূষণ

মার্চের প্রথম সপ্তাহেই অ্যান্টার্কটিকার লেক ভসটকের তলদেশে নতুন ধরনের ব্যাকটেরিয়ার খোঁজ পাবার দাবি করেছিলেন রাশান বিজ্ঞানীরা। সেই বিজ্ঞানীরাই এখন সরে এসেছেন ওই দাবি থেকে। ব্যাকটেরিয়া নয়, তাদের সংগৃহীত নমুনাগুলোয় ছিলো জলের দূষণ। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাইট লাইভ সায়েন্স জানিয়েছে, ব্যাকটেরিয়া নয়, নমুনাগুলোয় জলের দূষণের নমুনা ছিল বলে নিশ্চিত করেছেন ওই রাশান বিজ্ঞানী দলের পরীক্ষাগার প্রধান।

আব্দুল্লাহ জায়েদ প্রদায়কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2013, 08:46 AM
Updated : 12 March 2013, 08:46 AM

মার্চের প্রথম সপ্তাহেই অ্যান্টার্কটিক লেকের তলদেশে নতুন ধরনের ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কারের দাবি করেছিলেন রাশান বিজ্ঞানীরা। সংবাদমাধ্যমগুলোও ফলাও করে ছেপেছিলো ওই খবর। এখন বিজ্ঞানীদের সংগৃহিত নমুনাগুলো ব্যাকটেরিয়ার নয়, বরং দূষণের নমুনা প্রমাণিত হওয়ায় বিড়ম্বনার মুখে পড়েছেন তারা।

রাশান বিজ্ঞানী দলের পরীক্ষাগার প্রধান ভøাদিমির কোরোলইয়োভ বলেন, ‘খুব বেশি পরিমাণে না হলেও বিশেষ কিছু নমুনা পেয়েছিলাম আমরা। এর সবগুলোই ছিলো দূষণের ফল।’

এদিকে ‘ব্যাকটেরিয়া’ বিড়ম্বনা সত্ত্বেও লেক ভসটক নিয়ে আশা ছাড়ছেন না বিজ্ঞানীরা। জমাট বাধা ৩ কিলোমিটার বরফের নিচে চাপা পড়ে আছে লেক ভসটক। ১০ লাখ বছরেরও বেশি সময় ধরে বরফের নিচে চাপা পরে থাকা মিঠা পানির লেকটিতে আদিম কোন জীবন এখনও টিকে আছে কিনা, তা নিয়ে কৌতুহলের শেষ নেই বিজ্ঞানীদের।