প্লেস্টেশন হ্যাক হওয়ায় জরিমানা সনির

প্লেস্টেশন হ্যাক হওয়া ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নেয়ার অভিযোগে সনি কম্পিউটার এন্টারটেইনমেন্টকে আড়াই লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার্স অফিস (আইসিও)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2013, 07:27 AM
Updated : 25 Jan 2013, 07:27 AM

শুধু তাই নয়, বিবিসি জানিয়েছে, হালনাগাদ সফটওয়্যার না থাকায় সমালোচনা করা হয়েছে সনির।

২০১১ সালের এপ্রিলে হ্যাক হয়েছিলো সনির প্লেস্টেশন নেটওয়ার্ক। ওই ঘটনা তদন্তের পর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্ত ছিলো না এবং সময়মতো ব্যবস্থা নিলে নেটওয়ার্কটি হ্যাক হওয়া থেকে রক্ষা করা যেতো বলে মন্তব্য করেছে আইসিও। আইসিওর তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্লেস্টেশন নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়নের সময় দূর্বল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পড়েছিলো গ্রাহকদের নাম, ঠিকানা, এবং লেনদেনের বিস্তারিত তথ্য।’

আইসিও ডেপুটি কমিশনার ডেভিড স্মিথ এ ব্যাপারে মন্তব্য করেন ‘এটা কোনোভাবেই লুকানো যাবে না যে, আগে থেকেই আরো সাবধান হওয়া উচিত ছিলো সনির। যখন একটি প্রতিষ্ঠান বিপুলসংখ্যক গ্রাহকদের লেনদেন এবং ব্যক্তিগত তথ্য নিয়ে কাজ করে, তখন ওই তথ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর সবচেয়ে গুরুত্ব দেয়া উচিত।’

প্লেস্টেশন নেটওয়ার্ক হ্যাক হওয়ায় একাধিকবার ক্ষমা চাওয়া হয়েছে সনি কর্তৃপক্ষের পক্ষ থেকে। হ্যাক হবার ঘটনার পর প্লেস্টেশন নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুরো নেটওয়ার্কটি নতুন করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সনি।