টেসলা ঘুরে ঘরে ফিরলেন অ্যাপল কর্মী

টেসলা পর্বের ইতি টেনে আবারও অ্যাপলে যোগ দিয়েছেন ডৌগ ফিল্ড। টেসলার প্রধান যানবাহন প্রকৌশলী হিসেবে যোগ দেওয়ার আগে অ্যাপলের ম্যাক হার্ডওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2018, 12:55 PM
Updated : 10 August 2018, 12:55 PM

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় ওয়েব্লগ ডেয়ারিং ফায়ারবল-এর জন গ্রুবার তার ব্লগে বলেন, টেসলা ছেড়ে পুনরায় অ্যাপলের স্বচালিত গাড়ির প্রকল্প ‘প্রজেক্ট টাইটান’-এ কাজ করছেন ফিল্ড। ইতোমধ্যেই খবরটি গ্রুবারকে নিশ্চিত করেছে অ্যাপল।

টেসলার যানবাহন উৎপাদন ও প্রকৌশল বিভাগের দায়িত্বে ছিলেন ফিল্ড। কিন্তু চলতি বছরের প্রথম প্রান্তিকে মডেল ৩ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় দায়িত্ব নিজের কাছে নিয়েছেন প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক।

পরবর্তীতে মে মাসে প্রতিষ্ঠানটি থেকে ছুটি নেন ফিল্ড। আর জুন মাসে প্রতিষ্ঠান পুরোপুরি ছেড়ে আসেন তিনি।

প্রজেক্ট টাইটান নিয়ে এখন পর্যন্ত খুব বেশি তথ্য দেয়নি অ্যাপল। ধারণা করা হচ্ছিল স্বচালিত গাড়ির সফটওয়্যার তৈরির দিকেই নজর রয়েছে প্রতিষ্ঠানটির।

এবার ফিল্ডকে ফিরিয়ে আনায় ধারণা করা হচ্ছে স্বচালিত গাড়ির সফটওয়্যার তৈরির পাশাপাশি নিজস্ব গাড়িও বানাতে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।