ভারতে এলো প্রথম ফিজেট স্পিনার ফোন

ভারতে ‘বিশ্বের প্রথম ফিজেট স্পিনার ফিচার সমৃদ্ধ ফোন হিসেবে ‘কে১৮৮’ নামের একটি ফোন এনেছে হং কংভিত্তিক মোবাইল ফোন প্রযুক্তি প্রতিষ্ঠান চিলি ইন্টারন্যাশনাল হোল্ডিং (হং কং) লিমিটেড। মঙ্গলবার এই ফোন আনা হয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 02:54 PM
Updated : 26 Sept 2017, 02:54 PM

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ফোনের দাম রাখা হয়েছে ১২০০ থেকে ১৩০০ রুপি। এটি স্মার্টফোনের ব্লুটুথ ডিভাইস হিসেবেও কাজ করবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২৮০ এমএএইচ ব্যাটারি, এর মেমোরি ৮জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোনটিতে ছবি, ভিডিও আর ইন্টারনেট সুবিধাও রয়েছে।  

প্রতিষ্ঠানটি ‘এফ০৫’ নামের একটি ফিচার ফোনও এনেছে। এ-জিপিএস প্রযুক্তিসমৃদ্ধ এই ফোনের দাম ১৫০০ থেকে ১৭০০ রুপি। এতে রয়েছে ৬.১ সেন্টিমিটার ডিসপ্লে, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। 

হং কংভিত্তিক প্রতিষ্ঠানটির ভারতীয় বিক্রয় প্রধান মাইকেল ফেং বলেন, “এই প্রান্তিকে আমাদের লক্ষ্য হচ্ছে ভারতের মাটিতে আমাদের ব্র্যান্ডকে ‘কে১৮৮’ ও ‘এফ০৫’ দিয়ে আরও শক্ত করা।”

চলতি বছর সেপ্টেম্বরের শেষে এই ফোনগুলো বাজারে ছাড়া হবে।