সফটওয়্যার বিভ্রাটে সিডনিতে ফ্লাইট বিপর্যয়

অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিভ্রাটের কারণে সোমবার যাত্রা বিলম্বের মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 11:10 AM
Updated : 25 Sept 2017, 11:10 AM

অস্ট্রেলীয় সংবাদ সংস্থা এবিসি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও কিছু ফ্লাইট দুই ঘণ্টার বেশি বিলম্ব হবে। 

এয়ার সার্ভিসেস অস্ট্রেলিয়া (এএসএ)-এর পক্ষ থেকে বলা হয়, সিডনি’র এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিকাল পাঁচটায় একটি ‘সিস্টেম সফটওয়্যার বিভ্রাট’-এর ঘটনা ঘটে।

এর ফলে সীমিত সংখ্যক ফ্লাইট অবতরণ ও ছেড়ে দিতে সক্ষম হয় বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এএসএ বলেছে, এই ত্রুটি ইতোমধ্যে সমাধান করা হয়েছে। কিন্তু ফ্লাইটগুলো বিলম্ব হয়ে শেডিউল জট লেগে যাওয়ায় বিপর্যয় এখনও থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এয়ারপোর্টে চেক-ইন আর ট্রান্সফার ডেস্কগুলোতে লম্বা লাইন দেখা গেছে, বলা হয়েছে প্রতিবেদনে।  

এই ত্রুটির কারণে দেশটির অন্যান্য এয়ারপোর্টও বিপর্যয়ের মুখে পড়েছে।

ব্রিসবেন এয়ারপোর্ট কর্পোরেশন-এর এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেন, “একটি এয়ারপোর্টে কোনো ঝামেলা হলে সেই প্রভার অন্যগুলোতেও পড়ে, কারণ আমরা সবাই একে অপরের সঙ্গে যুক্ত।”