ভারতীয় শপার্স স্টপ-এ অ্যামাজনের বিনিয়োগ

ভারতীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান শপার্স স্টপ-এর ২.৭৬ কোটি ডলারের অংশ কিনতে রাজি হয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন-এর আওতাভূক্ত একটি প্রতিষ্ঠান, এক নথিতে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 02:55 PM
Updated : 24 Sept 2017, 02:55 PM

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন অধীনস্থ এনভি ইনভেস্টমেন্ট হোল্ডিংস এলএলসি একটি বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ভারতীয় প্রতিষ্ঠানটির প্রায় ৪৪ লাখ শেয়ার কিনবে, পরিমাণটা শপার্স স্টপ-এর মোট শেয়ারের পাঁচ শতাংশের সমান।

এ হিসাবে শপার্স স্টপ-এর প্রতি শেয়ারের দাম পড়ছে ৪০৭.৭৮ রুপি করে, শনিবার স্টক এক্সচেঞ্জে এ তথ্য জানায় শপার্স স্টপ। 

শুক্রবার ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধের সময় শপার্স স্টপ-এর প্রতি শেয়ারের মূল্য ছিল ৪১৮.১০ রুপি।

স্টক এক্সচেঞ্জের নথিতে বলা হয়েছে, বড় ডিপার্টমেন্ট স্টোর আর অন্যান্য খুচরার বিক্রির দোকান পরিচালনাকারী শপার্স স্টপ-এর পরিচালনা পর্ষদে অ্যামাজন অধিভূক্ত প্রতিষ্ঠানটির কোনো স্থান থাকবে না।