গুগল ম্যাপস-এ যোগ করা যাবে ভিডিও

নিজেদের ‘লোকাল গাইডস’ প্রোগ্রামের সঙ্গে ভিডিও রিভিউ নিয়ে পরীক্ষা চালাচ্ছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল। এর মাধ্যমে এই প্রোগ্রামের আওতাভূক্ত ব্যবহারকারীরা ম্যাপস অ্যাপ থেকে ১০ সেকেন্ড ভিডিও ধারণ করতে পারবেন বা তাদের ক্যামেরা থেকে ৩০ সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারবেন। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2017, 11:12 AM
Updated : 15 Sept 2017, 11:12 AM

ম্যাপস অ্যাপে ভিডিও রিভিউ আপলোড করতে ব্যবহারকারীদের ম্যাপস থেকে কোনো একটি স্থান বাছাই করতে হবে। তারপর নিচের দিকে গিয়ে ‘অ্যাড এ ফটো’ ক্লিক করার পর ‘ক্যামেরা’ আইকন ক্লিক করতে হবে। তারপর শাটার ধরে রাখলে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও রেকর্ড বা আপলোড করতে পারবেন, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

এই ফিচার এখন শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতেই পাওয়া যাচ্ছে।

দুই সপ্তাহ আগে গুগল ‘লোকাল গাইডস’-এ এই ফিচার যোগ করে।

গুগল এখন ব্যবহারকারীদের এ বিষয়ে ইমেইল করে জানাচ্ছে। অদূর ভবিষ্যতে সবার জন্য এই ফিচার ছাড়া হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এর আগে গুগল ম্যাপস অ্যাপে কোনো স্থানের ছবি ধারণ করে যুক্ত করার সুযোগ থাকলেও, ভিডিও’র কোনো সুযোগ ছিল না।

চলতি বছর জুলাইয়ে গ্রাহককে ভ্রমণের উপযুক্ত সময় বলে দিতে গুগল ম্যাপস-এ নতুন ফিচার চালু করা হয়। এই ফিচারের মাধ্যমে ম্যাপে গ্রাহককে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়ের গ্রাফ দেখানো হয়।