তৈরি হচ্ছে তাপ থেকে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র

ইলেকট্রনিকস পণ্য থেকে উৎপাদিত তাপকে ব্যবহারযোগ্য জ্বালানি উৎসে পরিণত করবে এমন এক ডিভাইস বানাচ্ছেন এক পদার্থবিদ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 03:02 PM
Updated : 4 Sept 2017, 03:02 PM

জার্নাল অফ ফিজিক্যাল কেমিস্ট্রি লেটার্স-এ প্রকাশিত এক গবেষণার তথ্যমতে, একাধিক উপাদান ও একাধিক স্তরের এই ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ফন ডার ওয়ালস স্কটকি ডায়োড। এটি তাপকে সিলিকন-এর চেয়েও তিনগুণ বেশি কার্যকরভাবে বিদ্যুতে পরিণত করে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

এই ডিভাইসের নির্মাতা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির পদার্থবিদ ওয়াই গু বলেন, “ইলেকট্রনিকস খাতে বিস্তৃত পরিসরে ব্যবহৃত অন্যান্য উপাদানগুলোর তুলনায় আমাদের ডায়োডের তাপ-কে বিদ্যুতে পরিণত করার সক্ষমতা অনেক বেশি।”

“ভবিষ্যতে একটি স্তর গাড়িতে বা কম্পিউটার মোটরের মতো কোনো উত্তপ্ত স্থানে আর অন্যটি কক্ষ তাপমাত্রায় থাকা কোনো পৃষ্ঠে যুক্ত করা যেতে পারে।”

“তারপর ওই ডায়োড দুই পৃষ্ঠের মধ্যে তাপের পার্থক্যকে ব্যবহার করে একটি বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করবে যা ব্যাটারি বা আমাদের প্রয়োজনীয় কোথাও সংরক্ষণ করতে পারবেন।”

ইলেকট্রনিক্সের এই যুগে, স্কটকি ডায়োডগুলো কোনো একটি নির্দিষ্ট দিকে বিদ্যুৎ প্রবাহ করতে ব্যবহৃত হয়।

অ্যালুমিনিয়ামের মতো বিদ্যুৎ পরিবাহী ধাতব আর সিলিকনের মতো অর্ধ-পরিবাহী উপাদান একত্র করে এই ডায়োডগুলো বানানো হয়।

বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে এর রোধ কম হওয়ায়, ডিভাইসটি অনেক বেশি শক্তি সাশ্রয়ী।