ভারতে ট্যাবলেট খাতে স্যামসাংকে হারালো লেনোভো

২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে ভারতের ট্যাবলেট বাজারে স্যামসাংকে হারিয়ে শীর্ষে পৌঁছেছে লেনোভো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2017, 10:42 AM
Updated : 1 Sept 2017, 10:42 AM

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এ প্রান্তিকে ভারতের ট্যাবলেট বাজারের ২১.৮ শতাংশ দখল করেছে লেনোভো।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন-এর তথ্য অনুযায়ী লেনোভো’র ট্যাবলেট সরবরাহ বেড়েছে ১২.৬ শতাংশ। এর ফলে বাণিজ্যিক খাতে আয় বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির।

লেনোভো’র সরবরাহের ৮০ শতাংশ এসেছে সরকারি প্রকল্প থেকে। শিক্ষা ও বড় এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানগুলোতে ট্যাবলেট সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।

“সরকারি ও শিক্ষা খাতে ডিজিটাল প্রকল্প বাণিজ্যিক খাতে আয় বৃদ্ধির মূল চাবি,” বলেন ক্লায়েন্ট ডিভাইসেস, আইডিসি ইন্ডিয়ার সহযোগী বাজার বিশ্লেষক সেসলো গোমেস।

এই প্রান্তিকে ভারতের ট্যাবলেট খাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। আগের প্রান্তিকের সরবরাহ এ প্রান্তিকেও ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। এ প্রান্তিকে ভারতের ট্যাবলেট বাজারে স্যামসাং দখল করেছে ২০.৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয় এই প্রান্তিকে দেশটিতে সব ব্র্যান্ড মিলে ৭২২০০০ ট্যাবলেট সরবরাহ হয়েছে, যা আগের প্রান্তিকের চেয়ে ২.৯ শতাংশ বেশি।

এ প্রান্তিকে ভারতে গ্রাহক খাতে ট্যাবলেট সরবরাহ কমেছে ১৩.৮ শতাংশ। ফলে এক বছরে সর্বমোট সরবরাহ কমেছে ২৬.৮ শতাংশ।

দ্বিতীয় প্রান্তিকে দেশটির ট্যাবলেট বাজারের ১৮.২ শতাংশ দখল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডেটাউইন্ড। আর ১৫.২ শতাংশ দখল করে চতুর্থ অবস্থানে আছে আইবল।