সবচেয়ে বেশি ব্যবহৃত ১০ অ্যাপ

স্মার্টফোন আর ইন্টারনেটের বদৌলতে এখন জীবন হয়ে উঠেছে অনেক সহজ। দিনের নানা কাজ আরও সহজে করতে ব্যবহারকারীরা নির্ভর করছেন বিভিন্ন অ্যাপের উপর। প্রশ্ন উঠতেই পারে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কোনো অ্যাপগুলো?

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 11:14 AM
Updated : 30 August 2017, 11:26 AM

স্মার্টফোন অ্যাপগুলোর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক ও মার্কিন সার্চ জায়ান্ট গুগল-এর আধিপত্য রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর তালিকায় প্রথম ১০টির মধ্যে আটটিই এই দুই প্রতিষ্ঠানের মালিকানাধীন, এমনটাই দেখা যায় বিশ্লেষণা প্রতিষ্ঠান কমস্কোর-এর ২০১৭ ইউএস মোবাইল অ্যাপ রিপোর্ট-এ।  

এই প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিচ থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০ অ্যাপ ও এর ব্যবহারকারীর হারের তালিকা দেওয়া হল-

১০। পান্ডোরা- ৪১ শতাংশ

পান্ডোরা

 

০৯। জিমেইল- ৪৪ শতাংশ

জিমেইল/ গুগল

 

০৮। গুগল প্লে- ৪৭ শতাংশ

গুগল প্লে/ গুগল

 

০৭। স্ন্যাপচ্যাট- ৫০ শতাংশ

স্ন্যাপচ্যাট

 

০৬। ইনস্টাগ্রাম- ৫০ শতাংশ

ইনস্টাগ্রাম/ রয়টার্স

 

০৫। গুগল ম্যাপস- ৫৭ শতাংশ

গুগল ম্যাপস/ রয়টার্স

 

০৪। গুগল সার্চ- ৬১ শতাংশ

গুগল

 

০৩। ফেইসবুক মেসেঞ্জার- ৬৮ শতাংশ

ফেইসবুক মেসেঞ্জার/ রয়টার্স

 

০২। ইউটিউব- ৭১ শতাংশ

ইউটিউব

 

০১। ফেইসবুক- ৮১ শতাংশ

ফেইসবুক/ রয়টার্স

 

এই পুরো তালিকায় গুগল বা ফেইসবুকের মালিকানাধীন নয় এমন অ্যাপ দুটি হচ্ছে পান্ডোরা আর স্ন্যাপচ্যাট।