হংকংয়ে ৮০ শতাংশ ভাড়া বাড়ালো উবার

হংকংয়ে ৮০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়িয়েছে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটির দাবি, দেশটিতে প্রতিষ্ঠানের ব্যবসা পর্যালোচনা করেই সোমবার ভাড়া বাড়িয়েছে তারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 12:36 PM
Updated : 21 August 2017, 12:36 PM

ভাড়া বাড়লেও উবার-এর দাবি, এশিয়ার সমৃদ্ধশালী দেশটিতে অর্থ নিয়ে কোনো সমস্যা নেই তাদের। প্রতিষ্ঠানটি জানায়, এতে চালকদের লাভ হবে কারণ ভাড়ার বেশির ভাগ অর্থ পেয়ে থাকেন তারা, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

সম্প্রতি হংকংয়ের প্রতিবেশী দেশ চীনের সিটি অফ ম্যাকাউ-তে দ্বিতীয়বারের মতো সেবা বন্ধ করে উবার।

অন্যদিকে হংকংয়ে সোমবার থেকে উবারএক্স ও উবারঅ্যাসিস্ট-এর ভাড়া বৃদ্ধি পাবে ৮০ শতাংশ পর্যন্ত। দেশটিতে এখন উবারের সর্বনিম্ন ভাড়া হবে ৪৫ হংকং ডলার যা প্রায় ৫.৭৫ মার্কিন ডলারের সমান। আর একটি খরুচে উবারব্ল্যাক-এর ভাড়া শুরু হবে ৬৫ হংকং ডলার থেকে, যা আগে ছিল ৫০ ডলার।

এক বিবৃতিতে উবার-এর পক্ষ থেকে বলা হয়, “হংকংয়ের বাজার মূল্যায়ন করেই ভাড়া বাড়ানো হয়েছে।”

এর আগে দেশটিতে সেবা চলাকালে বহুবার বাধা দিয়েছে হংকং কর্তৃপক্ষ। চলতি বছর মে মাসে অবৈধভাবে গাড়ি ভাড়া দেওয়ার জন্য ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

এশিয়ান দেশগুলোর মধ্যে শুধু হংকং নয় কোরিয়া, জাপান ও তাইওয়ানেও দেশগুলোর নীতিমালা নিয়ে সমস্যায় সমস্যার মধ্যে রয়েছে উবার।