পরিধি বাড়লো ইউটিইউব টিভি’র

ইউটিউব টিভি’র পরিধি বাড়িয়েছে গুগল। মার্কিন যুক্তরাষ্ট্রের আরও ১৪টি শহরে এই সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 02:53 PM
Updated : 18 August 2017, 02:53 PM

পরিধি বাড়ায় যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক নাগরিক এখন এ সেবা পাবেন বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এই সেবার মাধ্যমে ইউটিউবে লাইভ টিভি স্ট্রিমিং করতে পারেন গ্রাহকরা। তরুণ গ্রাহকরা এখন ইউটিউবের মাধ্যমে লাইভ টিভি অনুষ্ঠানগুলো দেখতে অভ্যস্ত হচ্ছেন। এসব গ্রাহকের কথা বিবেচনা করেই সেবার পরিধি বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। সামনের সপ্তাহে আরও ১৭টি শহরে এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের।

বৃহস্পতিবার টেলিভিশন স্টেশন অপারেটর সিংক্লেয়ার ব্রডকাস্ট গ্রুপ এক বিবৃতিতে জানায়, এবিসি, সিবিএস, ফক্স ও এনবিসি চ্যানেল ১৪টি শহরে প্রচার করতে চুক্তি রয়েছে ইউটিউব টিভি’র সঙ্গে।

এই সেবায় নিবন্ধিত গ্রাহকের সংখ্যা জানতে ইউটিউব-এর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর পাশাপাশি শীঘ্রই ‘নিউজি’ নামে সংক্ষিপ্ত খবরের চ্যানেল ও টেনিস চ্যানেল যোগ করতে যাচ্ছে ইউটিউব টিভি। তবে, এর জন্য গ্রাহকের থেকে বাড়তি মূল্য নেবে না প্রতিষ্ঠানটি।