বিল গেটস-এর ৪৬০ কোটি ডলার দান

নিজ সম্পত্তির পাঁচ শতাংশ দান করে দিয়েছেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 11:52 AM
Updated : 15 August 2017, 11:52 AM

সোমবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন (এসইসি)-এর প্রকাশ করা তথ্যমতে, দানের অংকটা ৪৬০ কোটি ডলার। চলতি বছর ৬ জুন গেটস মাইক্রোসফটে থাকা তার ৬৪ মিলিয়ন শেয়ার দান করে দেন। এটি ২০০০ সালের পর গেটস-এর করা সবচেয়ে বড় দান, বলা হয়েছে মার্কিন সাময়িকী ফরচুন-এর প্রতিবেদনে।

২০০০ সালে গেটস তার নিজের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন-এ পাঁচশ’ কোটি ডলার মূল্যের শেয়ার দান করেছিলেন।

গেটস-এর এই দানের গ্রাহক কে তা নির্দিষ্ট করে জানায়নি এসইসি। তবে, এই অর্থও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনেই যাবে বলে ধারণা করা হচ্ছে। আর যদি তাই হয়, তবে এই দাতব্য প্রতিষ্ঠানে গেটস-এর দান করা মোট অর্থের পরিমাণ হবে ১৮০০ কোটি ডলার, ভাষ্য জনহিতৈষী কাজবিষয়ক সাময়িকী ক্রনিকল অফ ফিলানথ্রপি’র।

মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে’র চেয়ারম্যান ও ধনকুবের ওয়ারেন বাফেট আর গেটস মিলে ‘গিভিং প্লেজ’ নামের একটি প্রকল্প চালু করেছেন আরও আগেই। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ধনী ব্যক্তিদের জনহিতৈষীমূলক কাজে দান করতে উৎসাহিত করা।