অ্যাপেই বকশিশ পাবেন ব্রিটিশ উবার চালকরা

ব্রিটিশ চালকদের অবস্থার উন্ন্যয়নে নতুন কিছু সুবিধা আনতে যাচ্ছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। অ্যাপেই আনা হচ্ছে বকিশশ নেওয়ার সুযোগ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 06:55 PM
Updated : 14 August 2017, 06:55 PM

চালকদের আরও অধিকার না দেওয়ায় আইনপ্রণেতা আর ইউনিয়নগুলোর সমালোচনার প্রেক্ষিতে মার্কিন প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিল, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

সোমবার উবার-এর পক্ষ থেকে বলা হয়, তারা যুক্তরাজ্যে তাদের ৫০ হাজারেরও বেশি চালকের অবস্থা উন্নয়নে কয়েক হাজার লোকের সঙ্গে কথা বলেছে।

চলতি বছর জুলাইয়ে সরকারের যাচাইয়ের পর এই পদক্ষেপগুলো আনা হবে বলে অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। 

উবার ইউকে এর মহাব্যবস্থাপক জো বারটাম বলেন, “চালকরা যখন বলেছেন তারা নিজেরাই নিজেদের মালিক হওয়ার স্বাধীনতা ভালোবাসেন, আমরা এটাও শুনেছি যে আমাদের কিছু উন্নয়ন আনা দরকার।”

নতুন পরিবর্তনানা হলে যাত্রীরা নগদ অর্থ ছাড়াও অ্যাপের মাধ্যমে চালকদের বকশিশ দিতে পারবেন। চালকদের প্রথম দুই মিনিট শেষে প্রতি মিনিট অপেক্ষা করানোর জন্য ০.২৬ ডলার দিতে হবে। আর বিনামূল্যে যাত্রা বাতিল করার সময় পাঁচ মিনিট থেকে কমিয়ে দুই মিনিটে নিয়ে আসা হবে।

রেটিং সিস্টেম আরও উন্নত করা হবে ও যাত্রা বাতিলে চালকদের সময় আরও দ্রুত করা হবে বলেও জানায় উবার।