ব্রিটিশ পুলিশের মাথায় লাগানো হবে ক্যামেরা

যুক্তরাজ্যে পুলিশের গুলি করার বিষয়ে ‘আরও বেশি স্বচ্ছতা’ আনতে অস্ত্রধারী পুলিশ কর্মকর্তাদের মাথায় ক্যামেরা যোগ করা হবে। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 06:52 PM
Updated : 14 August 2017, 06:52 PM

দেশটির সবচেয়ে বড় পুলিশ বাহিনী মেট-এর পক্ষ থেকে বলা হয়, অস্ত্রধারী কর্মকর্তাদের মাথায় বেইসবল ক্যাপে ক্যামেরা জুড়ে দেওয়া হবে। এর মাধ্যমে পরিস্থিতির ‘একটি সঠিক জবাবদিহিতা’ পাওয়া যাবে বলেই দাবি মেট-এর। অস্ত্রধারী কর্মকর্তাদের সঙ্গে আগে ক্যামেরা যুক্ত করে দেওয়ার প্রচলন ছিল, কিন্তু ২০১৫ সালে এগুলো ‘বিশেষ উদ্দেশ্যে’ ব্যবহৃত হয় বলে অভিযোগ উঠলে তা সরিয়ে নেওয়া হয়, খবর বিবিসি’র।

খোলা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন এমন কর্মকর্তারা নতুন এই ক্যামেরাগুলো বহন করবেন।

যুক্তরাজ্যের পুলিশ পর্যবেক্ষক সংস্থা ইন্ডিপেনডেন্ট পুলিশ কমপ্লেয়েন্স কমিশন (আইপিসিসি)-এর পক্ষ থেকে বলা হয়, পরীক্ষার সময় দেখা যায় পুলিশ কর্মকর্তাদের দেহে ক্যামেরা রাখা হলে তা ফুটেজের মানে প্রভাব ফেলে। অস্ত্রধারী পুলিশ কর্মকর্তারা যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেন, সে বিবেচনায় মাথায় ক্যামেরা লাগানোর অপশন উত্তম। 

পুলিশ কর্মকর্তাদের প্রায় এক হাজার ক্যামেরা দেওয়া হবে।

পুলিশ কমান্ডার ম্যাট টুইস্ট বলেন, “এই ক্যামেরাগুলো সামনে ও পেছনে থাকা লোকদের জন্য আরও বেশি স্বচ্ছতা দেবে।”

লন্ডনের মেয়র সদিক খান বলেন, “আমাদের রাজধানীর পুলিশ বাহিনীকে একুশ শতকে নিয়ে আসতে ও শহরের পুলিশিং-এর উপর আস্থা ও আত্মবিশ্বাস বাড়াতে এটি একটি বিশাল পদক্ষেপ।”