চীনে বের হওয়া অ্যাপের পেছনে ফেইসবুক?

চীনে নিজেদেরসেবা বন্ধ থাকলেও, চলতি বছর মে মাসে স্থানীয় একটি প্রতিষ্ঠানকে একটি ফটো শেয়ারিং অ্যাপ চালুর অনুমোদন দিয়েছে মার্কিন সোশাল জায়ান্ট ফেইসবুক। প্রতিষ্ঠানটির পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে এমন খবর প্রকাশ করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 02:58 PM
Updated : 12 August 2017, 03:05 PM

কালারফুল বেলুনস নামের এই অ্যাপটি ফেইসবুকের মোমেন্টস অ্যাপের মতো বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই অ্যাপটি ফেইসবুকের নাম বহন করে না।

চীনে ইয়োগ ইন্টারনেট টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান এই অ্যাপ বের করে। এর সঙ্গে ফেইসবুকের কোনো সম্পৃক্ততা আছে বলে কোনো প্রকার আভাসই দেয়নি তারা। অ্যাপলের অ্যাপ স্টোরের বরাতে এই তথ্য জানায় দৈনিকটি।

এক ইমেইলে ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “আমরা অনেক দিন ধরেই বলছি আমরা চীনের প্রতি আগ্রহী, দেশটির অবস্থা বুঝতে ও আরও শিখতে বিভিন্ন উপায়ে সময় ব্যয় করছি আমরা।”

“এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বিজ্ঞাপন প্লাটফর্ম ব্যবহার করে চীনা ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যাতে চীনের বাইরে নতুন নতুন বাজারে তাদের ব্যবসায় বাড়াতে পারে সেজন্য সহায়তা করা।”

চীনের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থাগুলো এই অ্যাপের বিষয়ে জানে কিনা তা এখনও স্পষ্ট নয়।  

চীনে কড়া সেন্সরশিপের মুখে ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে রাখা হয়েছে।