ভিডিও এডিটিং প্রতিষ্ঠান কিনলো ফেইসবুক

জার্মান কম্পিউটার ভিশন স্টার্টআপ ফেইটেক অধিগ্রহণ করেছে ফেইসবুক। অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তিকে সামনে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটিকে কেনা হয়েছে বলে ধারণা হচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 12:02 PM
Updated : 12 August 2017, 12:02 PM

ভিডিও এডিটিং প্রযুক্তির জন্যই পরিচিত ফেইটেক। মূল ভিডিও থেকে কোনো বস্তু মুছে ফেলা বা নতুন কোনো বস্তু বসানো সম্ভব তাদের প্রযুক্তিতে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

প্রতিষ্ঠানটি ক্রয়ের বিষয় নিশ্চিত করলেও এ নিয়ে বাড়তি কোনো তথ্য প্রকাশ করেনি ফেইসবুক।

অ্যাডোবি আফটার ইফেক্টস-এর মতো ভিডিও এডিটরগুলোর জন্য প্লাগ-ইন বিক্রি করে আসছিল ফেইটেক। এতে ভিডিও এডিটরগুলো ভিডিওতে কোনো বস্তু ট্র্যাক করতে পারে এবং ট্র্যাকিং ডেটা ব্যবহার করে ওই বস্তু মুছে ফেলতে বা নতুন করে যোগ করতে পারে।

শুক্রবার ফেইটেক-এর পক্ষ থেকে গ্রাহকদের বলা হয় তাদের  পণ্য ও সেবা আর ক্রয় করা যাবে না।

সম্প্রতি ‘ওয়াচ’ নামে ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করেছে ফেইসবুক। এই সেবার মাধ্যমে গ্রাহক তার নিজের নিউজ ফিডের বাইরে সহজেই ভিডিও ব্রাউজ করতে পারবেন। এছাড়া গ্রাহক চাইলে তার ওয়াচলিস্টও তৈরি করতে পারবেন।

প্রাথমিকভাবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত সংখ্যক গ্রাহক এবং ভিডিও নির্মাতার জন্য ফিচারটি চালু করেছে প্রতিষ্ঠানটি।