এবার যুক্তরাষ্ট্রে ফক্সকন-এর বিনিয়োগ

যুক্তরাষ্ট্রে এলসিডি প্রস্তুতকারক কারখানায় এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ফক্সকন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 08:56 AM
Updated : 27 July 2017, 08:56 AM

বিনিয়োগের ফলে দেশটিতে ১৩ হাজার নতুন চাকুরি তৈরি হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দেশটিতে তিনটি বড় কারখানা তৈরি করবে অ্যাপল। এবার চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা তাইওনিজ প্রতিষ্ঠানটিও দেশটিতে বড় বিনিয়োগের ঘোষণা দিল।

বুধবার হোয়াইট হাউস-এ এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন ফক্সকন প্রধান টেরি গৌ। এ সময় সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স-ও উপস্থিত ছিলেন।

আগের বছর নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প দেশে চাকরির সংখ্যা বাড়াতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বারবার দেশেই উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানে সাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় নাম লেখিয়েছে অ্যাপল ও ফক্সকন।

“আমি বলেছিলাম, টিম, আপনার প্রতিষ্ঠান যদি এই দেশে কারখানা না বানায়, আমি আমার প্রশাসনকে নিয়ে অর্থনৈতিক সাফল্য দাবি করতে পারবো না। টিম আমাকে ফোন করে বলেন, তারা ওই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন।”- বলেন ট্রাম্প।

২০১৬ সালের জানুয়ারিতে এক বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “আমরা অ্যাপলকে অন্য দেশের পরিবর্তে এই দেশেই তাদের কম্পিউটার বানানো শুরু করাবো।”

২০২০ সালের মধ্যে উইসকনসিন-এ ২০ হাজার বর্গফুটের কারখানা চালু করার পরিকল্পনা রয়েছে ফক্সকন-এর।