যুক্তরাজ্যে বন্ধ হবে তেলচালিত গাড়ি

২০৪০ সালের মধ্যে ডিজেল এবং পেট্রোলচালিত গাড়ি বিক্রি বন্ধের পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 09:30 AM
Updated : 26 July 2017, 09:30 AM

গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয় বায়ুর মান উন্নত করতে সরকারি প্রচারণার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বুধবার বিশুদ্ধ বায়ুর জন্য ৩০০ কোটি পাউন্ডের প্রকল্প ঘোষণা করতে পারেন দেশটির এনভায়রনমেন্ট সেক্রেটারি মাইকেল গোভ।

এর পাশাপাশি ডিজেল ও পেট্রোল বন্ধ করতে বাড়তি সাড়ে ২৫ কোটি ব্রিটিশ পাউন্ডের তহবিল ঘোষণা করা হবে। এতে পরিবেশ দূষণ রোধে স্থানীয় পরিষদগুলোর সহায়তা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

এর আগে একই ধরনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। ২০৪০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানীচালিত সকল গাড়ি বাতিল করবে দেশটি। নেদারল্যান্ডস এবং জার্মানিও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, “নিম্নমানের বায়ু যুক্তরাজ্যের জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় পরিবেশগত ঝুঁকি এবং যত দ্রুত সম্ভব শক্ত পদক্ষেপ নিতে এই সরকার বদ্ধপরিকর।”

২০১৬ সালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে প্রতিবছর যুক্তরাজ্যে ৪০ হাজার মানুষের মৃত্যুর কারণ কক্ষের ভেতর এবং বাইরের পরিবেশ দূষণ।