দেশে এল জেবরা ২৪০০ হেডসেট

বাংলাদেশে জেবরা বিজ ২৪০০ নিয়ে এসেছে ব্র্যান্ডটির পরিবেশক প্রতিষ্ঠান টেক-রিপাবলিক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 01:08 PM
Updated : 21 July 2017, 01:08 PM

এই হেডসেটের সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেক-রিপাবলিক এর ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ মোর্শেদ। 

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “হেডসেটটি প্রচলিত হেডসেটগুলো থেকে ৪০ শতাংশ হালকা। এতে সংযুক্ত তারটিও অভঙ্গুর।” এই হেডফোনে থাকা আল্ট্রা-নয়েজ-ক্যানসেলিং মাইক্রোফোন ব্যাকগ্রাউন্ডে অন্যান্য শব্দ দূর করতে সহায়তা করে।  এতে বিশেষ ‘এয়ার শক’ নয়েজ-ক্যানসেলিং মাইক ব্যবহার করা হয়েছে, যা আলাপের সময় শোনা যাওয়া শ্বাস-প্রশ্বাস বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত শব্দগুলো দূর করে।

এর মাইক্রোফোনের হাতল ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় আর এতে এটি ভেঙ্গে যাওয়ার কোনো ঝুঁকি নেই বলে দাবি প্রতিষ্ঠানটির। হেডফোনটিতে পিকস্টপ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা হঠাৎ জোরে কোনো শব্দ এলে তা ব্যবহারকারীর কানে পৌঁছানোর আগেই সরিয়ে দেবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এটি ১১৮ ডেসিবল-এর উপরের মাত্রার কোনো শব্দ ফিল্টার করে দেয়।