নতুন আইফোনের ব্যাটারি বানাবে এলজি

আইফোন ৯-এর জন্য ব্যাটারি সরবরাহ করবে এলজি কেমিক্যাল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 09:35 AM
Updated : 21 July 2017, 09:35 AM

মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটিকে ব্যাটারি সরবরাহের বিষয়টি শুক্রবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে কোরিয়া ইকোনোমিক ডেইলি।

ধারণা করা হচ্ছে আইফোন ৯-এর জন্য ব্যাটারি তৈরি করবে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কেমিক্যাল প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে বাজারে আসতে পারে আইফোন ৯, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

কারখানার একটি পৃথক লাইনে কয়েকশ’ কোটি কোরিয়ান ওন বিনিয়োগ করেছে এলজি। প্রতিষ্ঠানের এক সূত্রের বরাত দিয়ে বলা হয়, পরের বছরের আইফোনের জন্য ‘এল আকারের’ ব্যাটারি তৈরি করা হবে।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে এলজি জানায় গ্রাহক প্রতিষ্ঠানের বিষয়ে কোনো অনুসন্ধানে তারা মন্তব্য করে না। আর অ্যাপলের সঙ্গেও তাৎক্ষণিক কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

খবর প্রকাশের পর শুক্রবার সকালে এলজি কেমিক্যাল-এর শেয়ার মূল্য বেড়েছে ৩.৭ শতাংশ, যা ২০১৬ সালের এপ্রিলের পর সবচেয়ে বেশি। দিনের পরের ভাগে শেয়ার মূল্য আরও ০.৫ শতাংশ বেড়েছে প্রতিষ্ঠানটির।