ক্যাসপারস্কি’র পণ্যে সনদ দেয়নি এনসিএসসি

রুশ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠা ক্যাসপারস্কি ল্যাব-এর কোনো পণ্যের জন্য কখনও কোনো যাচাই সনদ দেয়নি বলে মঙ্গলবার জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 01:00 PM
Updated : 18 July 2017, 01:00 PM

এনসিএসসি ব্রিটেনের গুপ্তচর সংস্থা জিসিএইচকিউ-এর একটি অংশ।

“এনসিএসসি বিভিন্ন ধরনের পদক্ষেপের মাধ্যমে পণ্যের সনদ দেয় আর বিক্রেতাদেরকে তাদের পণ্যের সনদের জন্য আবেদন করতে আমাদের স্বীকৃত কোনো গবেষণাগার বা অংশীদারদের মাধ্যমে আসতে হয়”, বলা হয় এনসিএসসি’র পক্ষ থেকে।

সংস্থাটি আরও বলে, “আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের সনদ দেই, কিন্তু এনসিএসসি কখনও ক্যাসপারস্কি’র কোনো পণ্যের সনদ দেয়নি।”

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাসপারস্কি’র কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করতে পদক্ষেপ নিয়েছে।

এ নিয়ে ক্যাসপারস্কি ল্যাবের দাবি, তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈশ্বিক বিবাদের শিকার।