মেসেজিং অ্যাপ বানাচ্ছে অ্যামাজন

‘এনিটাইম’ নামে নিজস্ব মেসেজিং অ্যাপ উন্মোচনের লক্ষ্যে কাজ করছে অ্যামাজন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 12:36 PM
Updated : 17 July 2017, 12:36 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য ফিচারগুলোর জন্য ইতোমধ্যেই গ্রাহক জরিপ শুরু করছে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। জরিপ করা হলেও, আসলে পণ্যটি কী হতে যাচ্ছে এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।

এর আগে এফটিভি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, “এনিটাইম হতে পারে অল-ইন-ওয়ান ফিচারযুক্ত সেবা যা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।” এতে মেসেজিং, ভয়েস ও ভিডিও কল এবং ছবি শেয়ারিংয়ের ওপর বেশি নজর দেওয়া হচ্ছে।

অ্যাপটিতে ব্যবহারকারী ছবি এবং ভিডিওতে ফিল্টার যোগ করতে পারবেন এবং অন্য ব্যবহারকারীকে এতে উল্লেখ করতে পারবেন। এর পাশাপাশি স্টিকার ও জিফ ব্যবহার করতে এবং গেইম খেলতে পারবেন গ্রাহক।

অ্যামাজন-এর চালানো জরিপের ছবি থেকে দেখা গেছে, সেবাটি সুরক্ষিত ও সংকেতায়িত হবে। আর অনেকগুলো ডেস্কটপ ও মোবাইল ডিভাইসে এটি চালানো যাবে।

সাম্প্রতিক সময়ে মেসেজিং ও যোগাযোগ মাধ্যমের বাজারে ইতোমধ্যেই প্রবেশ করেছে অ্যামাজন। ব্যবসায়িক গ্রাহকদের জন্য ভিডিও কনফারেন্সিং অ্যাপ ‘চাইম’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।