এবার ম্যাকাও-তে বন্ধ উবার

এবার চীন অধ্যুষিত ম্যাকাও-তে সেবা বন্ধ করতে যাচ্ছে উবার। দেশটিতে অ্যাপভিত্তিক রা সেবাদাতা প্রতিষ্ঠানের সেবা পুরোপুরি কাজে লাগাতে না পারায় ২২ জুলাই হতে বন্ধ হচ্ছে তাদের সেবা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 11:35 AM
Updated : 17 July 2017, 11:35 AM

বর্তমানে বেশ কিছু এশিয়ান বাজারে আইনী বাধার মুখে রয়েছে উবার। অনেক দেশেই ইতোমধ্যে সেবা বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। এরই ধারাবাহিকতায় এবার ম্যাকাও-তে বন্ধ হচ্ছে উবার।

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে দ্বিতীয়বারের মতো সেবা বন্ধ করার সিদ্ধান্ত  নিয়েছে তারা। এর আগে প্রতিষ্ঠানের চালকদের জরিমানা করায় সেবা বন্ধ করে তারা। কিন্তু আগের বছর সেপ্টেম্বরে সেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

সোমবার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়, “শহরটিতে সেবা আবারও চালু করতে আমরা ইতোমধ্যেই উপায় খুঁজে বের করছি এবং পরিবহন পরিচালক ও হোটেলসহ ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছি।”

উবার-এর জন্য ম্যাকাও বড় কোনো বাজার নয়। কিন্তু যেসব দেশে প্রতিষ্ঠানটি আইনী বাধার মুখে পড়েছে তার মধ্যে একটি। এর মধ্যে কোরিয়া ও জাপান রয়েছে। আর হংকংয়ে চালকরা এখনও আইনী বাধার মুখে রয়েছে।

এর আগে তাইওয়ানে দুই মাস বন্ধ রাখার পর এপ্রিলে পুনরায় সেবা চালু করেছে উবার।