ভ্রমণের উপযুক্ত সময় বলে দেবে গুগল ম্যাপস

গ্রাহককে ভ্রমণের উপযুক্ত সময় বলে দিতে গুগল ম্যাপস-এ নতুন ফিচার চালু করা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 01:25 PM
Updated : 15 July 2017, 01:25 PM

এই ফিচারের মাধ্যমে ম্যাপে গ্রাহককে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়ের গ্রাফ দেখানো হবে। ফিচারটি চালু করে অনেকটা নীরবেই ম্যাপে আপডেট এনেছে গুগল, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

আপাতত শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ভ্রমণ সময়ের এই গ্রাফ দেখতে পাবেন।

এতে যাতায়াতে সাধারণ রুটের সঙ্গে বর্তমান সময়ের আধা ঘন্টা আগের ও পরবর্তী কয়েক ঘন্টার গ্রাফ বার দেখানো হবে।

ম্যাপে বারগুলোর ওপরে একটি বিন্দু বিন্দু রেখার মাধ্যমে সময় দেখানো হবে বলে প্রতিবেদনে বলা হয়।

এই সেবার মাধ্যমে কোনো স্থানে কীভাবে যেতে হবে বা কতো সময় লাগবে সেটি দেখার পাশাপাশি কোন সময় রওনা দেওয়া ভালো হবে সে পরামর্শ পাবেন গ্রাহক। এতে সবুজ, হলুদ ও লাল রঙের মাধ্যমে রাস্তায় ট্রাফিকের অবস্থাও দেখানো হবে।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, “শুধু অ্যান্ড্রয়েডে ম্যাপ ব্যবহারকারীরা এই সেবা পাবেন। আর গ্রাহক যখন এতে কোনো দিক নির্দেশনা দেবেন তখনই পপআপ দেখানো হবে।”