এখন ফেইসবুকেই বানাতে পারবেন জিফ

এখন থেকে ফেইসবুক অ্যাপে থাকা ক্যামেরা অপশন ব্যবহার করে ব্যবহারকারী নিজেই এখন ছোট আকারের ‘জিফ’ বানাতে পারবেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 01:21 PM
Updated : 15 July 2017, 01:21 PM

এই জিফ কয়েকটি ফ্রেইম ও ফিল্টার ব্যবহার করে বিশেষায়িত করা যাবে। সেইসঙ্গে এটি ফেইসবুকে শেয়ারও করা যাবে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এজন্য ব্যবহারকারীদের ফেইসবুক অ্যাপে গিয়ে অ্যাপের ভেতর থাকা ক্যামেরা আইকন ক্লিক করতে হবে। তারপর ডান দিকে সোয়াইপ করার মাধ্যমে তারা জিফ বানানোর ইন্টারফেইস-এর পৌঁছাতে পারবেন। 

এই জিফ শুধু ফেইসবুকেই শেয়ার করা যাবে। কোনো ডিভাইসে সেইভ করা থাকলে ওই ডিভাইসে এটি ভিডিও ফরম্যাটে চালু হবে।

নতুন এই ফিচার নিয়ে এখনও প্রকাশ্য কোনো ঘোষণা দেয়নি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যমটি। এই ফিচার এখন অল্প কিছু ব্যবহারকারীর জন্য দেওয়া হচ্ছে। ঠিক কবে নাগাদ সব ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারবেন তা এখনও স্পষ্ট নয়।

চলতি বছরের শুরুতে ফেইসবুক তাদের অ্যাপে ‘জিফিচালিত’ কয়েকটি ফিচার যুক্ত করে। এর আগে প্রতিষ্ঠানটি কমেন্টে জিফ আপলোড করার সুবিধা চালু করে।