অ্যাপ দিয়ে ছাতা ভাড়ার ফলাফল ‘ছাতারমাথা’!

স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ছাতা ভাড়া দেয় চীনা প্রতিষ্ঠান শেয়ারিং ই আমব্রেলা। এ জন্য ব্যবহৃত প্রতিষ্ঠানটির প্রায় তিন লাখ ছাতার সবই গ্রাহকরা হাপিস করে দিয়েছেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2017, 01:12 PM
Updated : 12 July 2017, 01:12 PM

প্রতিষ্ঠানটির তিন লাখ ছাতা গায়েব হতে সময় লেগেছে প্রায় তিন মাস।

চীনের সাংহাই আর নানজিংসহ ১১টি শহরে এ সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এ সেবা নিতে গ্রাহকরা তাদের স্মার্টফোন থেকে একটি কোড স্ক্যান করার পর ১৯ ইউয়ান (২.১৫ পাউন্ড) দেওয়ার পর একটি ছাতা আনলক করতে পারেন। এরপর প্রতি আধাঘণ্টা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে গুণতে হয় আরও আধা ইউয়ান, বলা হয় বিবিসি’র প্রতিবেদনে।

হারিয়ে যাওয়া ছাতার জায়গায় নতুন ছাতা আনতে প্রতিষ্ঠানটির খরচ হয় ৬০ ইউয়ান। প্রায় সব ছাতা হারিয়ে গেলেও উৎসাহ কমেনি প্রতিষ্ঠানটির। ছাতাবহরে আরও তিন কোটি নতুন ছাতা যুক্ত করা হবে বলে জানিয়েছে তারা।

চলতি বছর এপ্রিলে যাত্রা শুরুর পর প্রথমে বাস ও রেল স্টেশনের মতো পাবলিক প্লেসগুলোতে ছাতা ভাড়ার সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

শেয়ারিং ই আমব্রেলা-এর প্রতিষ্ঠাতা ঝাও শাপিং এক সাক্ষাতকারে বলেন, হারানো ছাতাগুলো সম্ভবত ব্যবহারকারীরা বাসায় নিয়ে গেছেন। প্রতিষ্ঠানটির ভবিষ্যতে আয়ের জন্য মূলত বিজ্ঞাপননির্ভর হতে চায় বলেও যোগ করেন তিনি। এক্ষেত্রে ছাতাগুলোর গায়ে বিজ্ঞাপন প্রিন্ট করে দেওয়া হবে।