অ্যাপাসার ওটিজি এল বাজারে

নতুন দ্বিমুখী ফ্লাশ ড্রাইভ বাজারে নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান টেক রিপাবলিক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2017, 08:57 AM
Updated : 27 June 2017, 08:57 AM

প্রতিষ্ঠানটি বলে, অ্যাপাসার ওটিজি এএইচ১৯০ মডেলের এই ডুয়াল ফ্লাশ ড্রাইভটিতে আছে ১৬জিবি, ৩২জিবি ও ৬৪জিবি তথ্য সংরক্ষণ ক্ষমতা। রোজ ও রোজ গোল্ড রঙের এই ফ্লাশ ড্রাইভের মূল্য ১৯০০, ৩৯০০ এবং ৫৫০০ টাকা। 

ডিভাইসটি নিয়ে টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক বলেন, অ্যাপাসার এএইচ ১৯০ ফ্লাশ ড্রাইভটি একইসঙ্গে তথ্য ধারণ ও পরিবহনের একটি ‘সুরক্ষিত’ ডিভাইস। এটি অ্যাপল ডিভাইসে লাইভ স্টোরেজ হিসেবেও কাজ করে। তাই আইফোনের সঙ্গে এটি সংযুক্ত করে ব্যবহারকারী ইচ্ছেমতো ছবি তোলা, ভিডিও করা বা দাপ্তরিক কাজ সেরে নিতে পারেন ফ্লাশ ড্রাইভেই।