কানাডা-চীন সাইবার সমঝোতা

পরস্পরের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো সাইবার হামলা না চালাতে চুক্তি সই করেছে চীন ও কানাডা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 05:55 AM
Updated : 26 June 2017, 05:55 AM

হ্যাকিংয়ের মাধ্যমে কেউ কারও ব্যবসা-বাণিজ্যের কোনো গোপন তথ্য হাতিয়ে নেওয়া বন্ধই এই চুক্তির লক্ষ্য।

কানাডার জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা ডেনিয়েল জিন আর চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়্যাং ইয়ংকিংয়ের মধ্যে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়, ২২ জুন কানাডা সরকারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়।

নাম প্রকাশ না করা কানাডা সরকারের এক কর্মকর্তা বলেন, “তিন থেকে চার বছর আগেও বেইজিং এমন আলোচনায় আসতই না।”

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়,অর্থনীতি ও  গোপন কর্পোরেট তথ্য এই চুক্তির আওতাভুক্ত। কিন্তু এতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সাইবার গুপ্তচর বৃত্তি চালানো নিয়ে কিছু বলা হয়নি।

চীনা সরকার এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

বিভিন্ন দেশের স্পর্শকাতর তথ্য সংগ্রহের লক্ষ্যে চীন হ্যাকিংয়ের পৃষ্ঠপোষকতা করছে বলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ নানা সময়ে অভিযোগ করে আসছে।

চীন এসব অভিযোগ অস্বীকার করছে ও তারা নিজেরাই এ ধরনের হ্যাকিংয়ের শিকার হচ্ছে বলে দাবি করছে।

এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এ ধরনের সমঝোতা চুক্তি হয়েছিল।