ভিডিও নির্মাতাদের জন্য অ্যাপ আনছে ফেইসবুক

ভিডিও নির্মাতা সম্প্রদায়ের কথা মাথায় রেখে চলতি বছর শেষে নতুন একটি অ্যাপ উন্মোচনের পরিকল্পনা করার ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 09:55 AM
Updated : 25 June 2017, 09:55 AM

শুধু প্লাটফর্মটির ‘তারকা’ সম্প্রচারকারীদের জন্যই এই ভিডিও নির্মাণ অ্যাপ আনা হবে। তারকা সম্প্রচারকারী বলতে ফেইসবুক মেনশনস অ্যাপ ব্যবহারের জন্য যথেষ্ঠ যোগ্যতাসম্পন্নদের বোঝানো হয়। ফেইসবুক মেনশনস শুধু সাংবাদিক, সেলিব্রিটি ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের ‘ভেরিফাইড’ অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

এতে একটি কমিউনিটি ট্যাবও থাকবে, এতে ধনী ও বিখ্যাতরা তাদের ভক্ত ও অনুসারীদের সঙ্গে ফেইসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন।

বর্তমানে ভারতে ফেইসবুক একটি ‘ছোট পরীক্ষা’ চালাচ্ছে। এতে একটি ভিডিও ট্যাব নিয়ে কাজ করা হচ্ছে যা ফেইসবুকের ফ্ল্যাগশিপ মোবাইল অ্যাপগুলোর নেভিগেশন বারে দেখানো হয়। 

সম্প্রতি ভারতে ব্যবহারকারীদের প্রোফাইল পিকচারে ‘সুরক্ষা’ ব্যবস্থা আনার জন্য পরীক্ষা শুরু করেছে ফেইসবুক।