কিবোর্ডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনল মাইক্রোসফট

‘মডার্ন কিবোর্ড’ উন্মোচন করেছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 01:08 PM
Updated : 17 June 2017, 01:08 PM

টাইপিং ‘ঝামেলা মুক্ত’ করতে এই কিবোর্ডের অল্টার আর কনট্রোল কি-এর মাঝখানে একটি লুকানো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে। এই কিবোর্ডে-এর দাম রাখা হয়েছে ১৩০ ডলার। 

ছবি- মাইক্রোসফট

সেই সঙ্গে ৫০ ডলার দামে ‘মডার্ন মাউস’ নামের একটি মাউস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই মাউসে প্রায় অদৃশ্য বাটন ও ধাতব স্ক্রল হুইল রাখা হয়েছে। সারফেইস মডেলগুলোর নকশার সঙ্গে মিলে যায় এমন পরবর্তী প্রজন্মের উইন্ডোহ ১০ ইনপুট ডিভাইস আনার অংশ হিসেবে এই ডিভাইসদুটি উন্মোচন করা হল, প্রযুক্তি সাইট এনগ্যাজেট-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে আইএএনএস।

অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি কিবোর্ডটি ভারী ও ‘ভার্চুয়ালি অক্ষয়’ বলে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে। এটি তার সংযোগ বা ব্লুটুথ, দুই মাধ্যমেই ব্যবহার করা যাবে, এতে একটি রিচার্জএবল ব্যাটারিও রয়েছে। এই কিবোর্ড উইন্ডোজ ৮-১০, উইন্ডোজ ১০ ফোন, অ্যান্ড্রয়েড ও ম্যাকওএস-এর সঙ্গে ব্যবহার করা যাবে। 

এই ডিভাইসগুলো কবে বাজারে আনা হবে তা নিয়ে মাইক্রোসফট এখনও কিছু জানায়নি, তবে কিছু ইউটিউব ভিডিওতে এগুলো ‘শীঘ্রই আসছে” বলে মত দেওয়া হয়েছে।