দেশে এল জেনফোন লাইভ

দেশের বাজারে ‘জেনফোন লাইভ’ নামের সম্পূর্ণ নতুন একটি স্মার্টফোন সিরিজ এনেছে তাইওয়ানিজ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 06:13 PM
Updated : 14 June 2017, 06:13 PM

আসুস-এর পক্ষ থেকে বলা হয়, এতে ব্যবহৃত হয়েছে এম-এ-এম-এস প্রযুক্তির মাইক্রোফোন যা সামাজিক মাধ্যমে যাওয়া লাইভ ভিডিও-এর পেছনের শব্দকে কমিয়ে দেবে। এতে রাখা হয়েছে ১.৪ আল্ট্রা পিক্সেল সেন্সরের সেলফি ক্যামেরা, সফট লাইট এলইডি সেলফি ফ্ল্যাশ, পেছনে রয়েছে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা, এফ ২.০ অ্যাপার্চার আর আসুস-এর নিজস্ব পিক্সেল মাস্টার ক্যামেরা টেকনোলজি। ১২টি আলাদা ক্যামেরা মোডসহ এতে আছে বিউটিফিকেশান, লো লাইট ও হাই রেজুলিউশন মোড।

জেনফোন লাইভ-এ আছে ৫ ম্যাগনেট স্পিকার, ফোনটি ২.৫ডি বাঁকানো কাঁচে মোড়ানো। দেশের বাজারে আসুস জেনফোন লাইভ পাওয়া যাবে চলতি সপ্তাহ থেকে। এর মূল্য রাখা হয়েছে ১৩,৯৯০ টাকা।