লস অ্যাঞ্জেলেস-এ গেইমিং মেলা

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস-এ শুরু হচ্ছে গেইমিং মেলা ‘ই৩ ২০১৭’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2017, 10:10 AM
Updated : 10 June 2017, 10:10 AM

সামনের বছরগুলোতে ভিডিও গেইমপ্রেমীরা কী ধরনের গেইম আশা করতে পারেন মূলত তা দেখাতেই এই আয়োজন করা হয়। এ যাবত প্রথাগতভাবে একে শুধু শিল্প ইভেন্ট হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু স্টুডিও এই অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের জন্য অনলাইন প্রচারণার  আয়োজন করে।

ইভেন্টের ২৪ বছরের ইতিহাসে এবারই প্রথম ১৫ হাজার ভিডিও গেইম ভক্ত অংশগ্রহণ করতে পারবেন বলে বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিট-এর বিশ্লেষক পিয়ার্স হার্ডিং-রোলস বলেন, “এটা ইঙ্গিত দিচ্ছে যে ই৩ আধুনিক যুগের সঙ্গে মানিয়ে নিচ্ছে।”

তিনি আরও বলেন, “ই৩ আসলে খুচরা বিক্রির সম্মেলন ছিল, প্রকাশকদের সঙ্গে ক্রেতাদের যুক্ত করার মাধ্যম ছিল। সেখান থেকে শিল্প পরিবর্তন হয়েছে, তাই সময়ের সঙ্গে ই৩-ও পরিবর্তন হয়েছে।”

ইভেন্টের মূল পর্ব শুরু হওয়ার কথা রয়েছে ১৩ জুন। কিন্তু এর আগেই মাইক্রোসফট, সনি-সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগেই তাদের অনুষ্ঠান আয়োজন করবে।

আগের বছর মাইক্রোসফট-এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তারা এ যাবৎকালের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন কনসোল তৈরির কাজ করছে। ধারণা করা হচ্ছে এই সম্মেলনে এটি উন্মোচন করবে মাইক্রোসফট। এর আগে কনসোলটির ছদ্মনাম বলা হয়েছে ‘প্রজেক্ট স্করপিও’।

ইতোমধ্যেই এই কনসোলের কার্যকরীতা ব্যাখ্যা করেছে মাইক্রোসফট। বলা হয়েছে আল্ট্রা-হাই ডেফিনেশন ৪কে গেইম খেলা যাবে এতে।