বাজেট: প্রযুক্তি খাতে বরাদ্দ ২.৯১ শতাংশ 

২০১৬-১৭ অর্থবছরে আইসিটি খাতে বরাদ্দ করা হয়েছে ১১৬৪১ কোটি টাকা, যা মোট বাজেটের ২.৯১ শতাংশ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১ জুন ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 01:31 PM
Updated : 1 June 2017, 01:31 PM

২০১৬-১৭ অর্থ বছরে এ খাতে মোট বরাদ্দ করা হয়েছিল ৮৩০৬ কোটি টাকা। ২০১২-১৩ সালে এ খাতে বাজেট বরাদ্দ ছিল ৩৩১৬ কোটি টাকা। সে হিসাবে ছয় বছরে আইসিটি খাতে বরাদ্দের পরিমাণ বেড়েছে প্রায় ৩.৫ গুণ। এই ছয় বছরের মধ্যে এ খাতে এটিই সর্বোচ্চ বাজেট বরাদ্দ।

উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বিশ্লেষণে দেখা যায়, প্রতিবছর এ খাতে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ২০১২-১৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২৮০৪ কোটি টাকা। ছয় বছরে ৩.৩ গুণ বৃদ্ধি পেয়ে ২০১৭-১৯ অর্থবছরে থোক বরাদ্দসহ এ খাতে বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৯২৬৩ কোটি টাকাতে।

ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় মৌলিক চারটি স্তম্ভ শক্তিশালী করাকে অগ্রাধিকার দিতে হবে বলে বলা হয়েছে। এই স্তম্ভগুলো হচ্ছে-

● ই-গভর্নেন্স: সরকারের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি

● ই-শিক্ষা: মানব সম্পদ উন্নয়ন

● ই-বাণিজ্য: দেশিয়/বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ

● ই-সেবা: সরকারের সেবাগুলো জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়া