ফেইসবুকেই করা যাবে খাবার অর্ডার

‘অর্ডার ফুড’ নামের নতুন একটি অপশন চালু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীরা ফেইসবুক অ্যাপ ব্যবহার করেই সরাসরি খাবার অর্ডার করতে পারবেন। এক্ষেত্রে রেস্তোঁরার অ্যাপ বা ওয়েবসাইট খোলার দরকার হবে না। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 10:04 AM
Updated : 20 May 2017, 10:04 AM

একটি হ্যামবার্গারের আইকন দিয়ে দেখানো এই অপশনের মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীরা ডেলিভারি ডটকম বা স্লাইস-এর মতো পণ্যবাহক প্রতিষ্ঠানের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

২০১৬ সালের অক্টোবরে সোশাল জায়ান্টটি ডেলিভারি ডটকম ও স্লাইসের সঙ্গে অনলাইন ব্যবসায়ের বিষয়ে চুক্তি করে। ওই চুক্তির সঙ্গে ‘অর্ডার ফুড’ অপশনটি আনার বিষয় জড়িত বলে জানিয়েছে ফেইসবুক। 

চলতি বছর ফেইসবুক মাসিক দুইশ’ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে।

ইতোমধ্যে ফেইসবুক এমন কিছু ফিচার এনেছে যেগুলোর ফলে আলাদা অ্যাপের প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। এটি আবহাওয়া, ভ্রমণ, সরকারি তথ্য, অনলাইন জব বোর্ডের মতো নানা ফিচার নিয়ে এসেছে।