গ্রাহক সংখ্যায় টুইটার-কে হটালো ওয়েইবো

গ্রাহক সংখ্যায় টুইটার-কে পেছনে ফেলেছে চীনা মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 09:31 AM
Updated : 18 May 2017, 09:31 AM

বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়, ওয়েইবো’র প্রথম প্রান্তিকের হিসাব মতে ৩৪ কোটি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটির, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।

সাইটটির দিন প্রতি সক্রিয় গ্রাহকের সংখ্যা ১৫ কোটি ৪০ লাখ। এর মধ্যে ৯১ শতাংশ গ্রাহক মোবাইল হতে ওয়েইবো ব্যবহার করে থাকেন বলেও প্রতিবেদনে বলা হয়।

এদিকে টুইটারের মাসিক সক্রিয় গ্রাহক সংখ্যা বলা হচ্ছে ৩২ কোটি ৮০ লাখ। ফেইসবুক, গুগলের মতো টুইটার সেবাও বন্ধ রয়েছে চীনে।

এক বিবৃতিতে ওয়েইবো প্রধান গাওফেই ওয়াং বলেন, “ওয়েইবো’র মজবুত কর্মক্ষমতা চীনের সবচেয়ে ভালো সামাজিক যোগা্যগের মাধ্যমের অনুভূতি দিতে আমাদের অবিরাম প্রচেষ্টারই প্রতিফলন ঘটায়।”

চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার-এর দেওয়া তথ্য মতে দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭৩ কোটি ১০ লাখ। এর ৯০ শতাংশ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

বর্তমানে দেশটির সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট বলা হয় ওয়েইবো-কে। দেশটির মূল সংবাদপত্র এবং টিভি স্টেশনগুলোও এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে।

আগের বছরই লাইভ স্ট্রিমিং ভিডিওয়ের জনপ্রিয়তা বাড়তে দেখে নিজস্ব লাইভ স্ট্রিমিং অ্যাপ ‘ইজিবো’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।