জাপানি নিকনের মামলায় জার্মান কার্ল জেইস

নেদারল্যান্ডস-ভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএসএলএম ও জার্মান প্রতিষ্ঠান কার্ল জেইস-এর বিরুদ্ধে পেটেন্ট মামলা করেছে ক্যামেরা ও চিপ সরঞ্জাম নির্মাতা জাপানি প্রতিষ্ঠান নিকন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 10:41 AM
Updated : 24 April 2017, 10:41 AM

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, নিকন-এর দাবী, তাদের লিথিওগ্রাফি প্রযুক্তি অবৈধভাবে ব্যবহার করেছে প্রতিষ্ঠানদুটি।

বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম চিপ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান বলা হয় এএসএলএম-কে। আর ক্যামেরার জন্য অপটিক্যাল সিস্টেম তৈরির জন্য খ্যাতি রয়েছে কার্ল জেইস-এর।

সোমবার মামলার ব্যাপারে এক বিবৃতিতে নিকন-এর পক্ষ থেকে বলা হয়, “নিকন-এর অভিযোগের ভিত্তি হল এএসএলএম-এর লিথিওগ্রাফি সিস্টেমে তাদের অনুমতি ছাড়াই নিকন-এর  পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করেছে যেটি এএসএলএম ও জেইস ব্যবহার করে। এ প্রযুক্তি বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহার করা হয়, যা নিকনের পেটেন্ট করা।”

বর্তমানে চিপ সরঞ্জাম তৈরিতে বিশ্বের অষ্টম বৃহত্তম প্রতিষ্ঠান নিকন। প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে নেদারল্যান্ডস, জার্মানি এবং জাপানে পেটেন্ট ভঙ্গের মামলা করেছে নিকন।

এ ব্যাপারে জানতে এএসএলএম ও কার্ল জেইস-এর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকেই তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।