উইন্ডোজ সলিটেয়ার জেতা কষ্টকর: বিল গেটস

উইন্ডোজ কম্পিউটাররে জনপ্রিয় গেইম ‘সলিটেয়ার’। ১৯৮৮ সালে এটি উদ্ভাবন করেন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের ইন্টার্ন ওয়েস চেরি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2017, 08:49 AM
Updated : 15 April 2017, 08:49 AM

এক সাক্ষাৎকারে চেরি জানান, ৮০-এর দশকে তিনি এই গেইমটি তৈরি করেন। বিষণ্ণতা কাটিয়ে উঠতে সহায়ক গেইমটি। এতে কর্মক্ষেত্রের কার্যকারিতা বৃদ্ধি পায় বলেও উল্লেখ করা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর প্রতিবেদনে।

গেইমটি তৈরির বিষয়ে চেরি বলেন, “সে সময় খুব বেশি গেইম ছিল না, তাই আমাদের এটি তৈরি করতে হয়েছে।”

মাইক্রোসফট তাৎক্ষণিকভাবেই গেইমটি নিয়ে কাজ শুর করে। তবে, প্রথম দিকে এটিকে গেইম হিসেবে প্রচার করেনি প্রতিষ্ঠানটি। তারা গ্রাহককে মাউস চালনা শেখানোর টুল হিসেবে এটি ব্যবহার করেছে।

এক সাক্ষাৎকারে চেরি-কে প্রশ্ন করা হয় গেইমটিতে মাইক্রোসট সহপ্রতিষ্ঠাতা বিল গেটস-এর প্রতিক্রিয়া কেমন ছিল। জবাবে চেরি বলেন, “গেটস মনে করেন গেইমটি জেতা খুব কঠিন।”

এ ব্যাপারে জানতে মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

আগের বছরই স্মার্টফোনের জন্যও সলিটেয়ার গেইমটি উন্মোচন করেছে মাইক্রোসফট। শেষ চার বছরে মাইক্রোসফট সলিটেয়ার কালেকশন-এর বর্তমান সংস্করণের খেলোয়াড় সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে বলেও জানানো হয়।